তাড়াশ

তাড়াশে বনের হনুমান লোকালয়ে

লুৎফর রহমান, তাড়াশ।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রত্যান্ত গ্রামে একটি বিরল প্রজাতীর হনুমানের দেখা যাচ্ছে। গাছের ফলমূল খাওয়ায় জন্য বিরক্ত করছে এলাকাবাসী। রোববার (৪জুলাই)দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে আম গাছে দেখা যায়।তাকে দেখার জন্য কৌতূহলীরা রীতিমত ভিড় করছে। কেউ আদর করে নানা জাতের দেশীয় ফল খেতে দিচ্ছে। আবার কেউ দৃষ্টি আকর্ষণের জন্য ভেংচিসহ নানাভাবে অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করছে। স্থানীয় নারী সাংবাদিক শায়লা পারভীন জানান,দুপুরে হুনুমান লোকজনের চোখে পড়ে। এলাকায় নতুন প্রাণী দেখে কৌতূহলী শিশুসহ নানা বয়সের লোকজন প্রাণীটির পিছু লাগে। শিশুরা আনন্দ পেয়ে কারনে-অকারনে হনুমানটিকে লক্ষ্য করে ঢিল ছুড়ছে। ফলে হুনুমানটির মনে ভীতির সঞ্চার হচ্ছে। প্রতিকুল পরিবেশে ভিত হুনুমানটি এক গাছ থেকে অন্য গাছে ছোটা-ছুটি করছে। তবে ধারণা করা হচ্ছে বিশালকৃতির হনুমানটি ট্রাকে চড়ে এই এলাকায় চলে এসেছে।