তাড়াশের আঃলীগের রাজনীতিতে এমপি মিলন ও আব্দুল হক
স্টাফ রিপোর্টার ঃ
আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে এমপি আমজাদ হোসেন মিলনের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক কমে গিয়াছে ।
ক্ষমতায় থেকে আখের গোছানোতে ব্যস্ত এমপি আমজাদ হোসেন মিলনের স্বজনপ্রীতি,নিজ স্ত্রী,জামাতাসহ আত্মীয় -স্বজনদের দিয়ে সরকারী বিভিন্ন প্রকল্পের কাজ ভাগ বাটোয়ারা করা।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে লোকজন ছাঁটাই করে নিজের লোকবল ক্ষমতায় বসানো। নিজ উপজেলার ৭টি ইউনিয়নের দলীয় চেয়ারম্যানদের সাথে ও দলের নেতাকর্মীদের সাথে দূরত্বই তার জনপ্রিয়তা অনেকটা কমার মূল কারন ।
এমনটি দাবী করছেন, তাড়াশ উপজেলার আওয়ামীলীগের ত্যাগী নেতারা-কর্মীরা।অপরদিকে, নির্বাচনকে ঘিরে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।
মাঠ পর্যায়ে থকে উঠে আসা এই নেতার অনেক ত্যাগ,ও অবদান রয়েছে।সে জন্য মাঠ পর্যায়ে পুরোদমে সমর্থন রয়েছে । তাড়াশ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাধারন ও ত্যাগী নেতাদের সাধারন জনগনের মাঝেও আব্দুল হকের রয়েছে যথেষ্ট গ্রহন যোগ্যতা সুনাম । তাই জননেত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রায়গঞ্জ -তাড়াশে তাকে মনোনয়ন দিলে জয় লাভ করা সম্ভব হবে বলে অনেক নেতা-কর্মীরা জানান।