তাড়াশ

তাড়া‌শে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধি:

সিরাজগঞ্জের তাড়াশে পিএসি, জেএসসি, এসএস‌সি, এইচএসি পরীক্ষায় A+ প্রাপ্ত ৩৫  জন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল তালম ছাত্র কল্যাণ সংগঠন। 
শুক্রবার বিকাল সা‌ড়ে ৫ টায় উপ‌জেলার তালম ইউনিয়নে তালম হাইস্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি A+ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।  
 মাও: সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠ‌নের সদস্য স‌জিব সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ‌জেলা চেয়ারম্যান অধ্যক্ষ ম‌নিরুজ্জামান ম‌নি। 
এ সময় উপ‌স্থিত ছি‌লেন, তাড়াশ উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুমন তালুকদার, তালম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খা‌লেক, ব্যাংকার মোস্তাক সরকার, তালম হাইস্কু‌লের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হা‌বিবুর রহমান, তালম ইউনিয়ন যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক এম এম শা‌হিন সরকার, ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক আ‌তিকুল ইসলাম আ‌তিক, সা‌ব্বির হো‌সেন, ল‌তিফ খান প্রমূখ। 
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।