তাড়াশ

তাড়াশে ৯ জুয়ারী আটক

তাড়াশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জুয়ারীকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম । বৃহস্পতিবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের সবুজপাড়া বাহারাম মোড় জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। তাড়াশ থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা,বৃহস্পতিবার রাতে সবুজপাড়া এলাকায় বাহারাম মোড় জুয়া অবস্থায় তাদের আটক করা হয়।

আটককৃত জুয়াড়িরা হলেন – উপজেলার সগুনা ইউনিয়নের বাহারামপুর এলাকার বেল্লাল হোসেন (৪৮), আব্দুস সালাম (৬৫), সাজেদুল (২৫), বাবু (৩০), মনিরুল (৩২), রঞ্জু (৪৫), মাজেদ (৩৫), এনামুল (৩২) ও শংকর (৪৫) এদের আটক করে তাড়াশ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে তাড়াশ থানার (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বাহারম মোড়ে চায়ের দোকানে জুয়া খেলা অবস্থায় অভিযান পরিচালনা করে ৯ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

লুৎফর রহমান

তাড়াশ সিরাজগঞ্জ