তাড়াশে সরকারী ব্রিজের মুখ বন্ধ করে দোকান ঘর নির্মানের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে।
তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সরকারী খালে ব্রিজের মুখ বন্ধ করে দোকান ঘর নির্মানের অভিযোগ উঠেছে ইউনিয়ন আওমীলীগের সভাপতি ও মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিবের ছোট ভাই প্রভাবশালী আইযুব আলীর বিরুদ্ধে।
ইউনিয়ন ভূমি অফিস এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা বাজারের মাঝখান দিয়ে বয়ে চলে গেছে সরকারী ওই খালটি। খালটির উপর নির্মিত ব্রিজের মুখ বন্ধ করে মাধাইনগর ইউনিয়ন আওমীলীগের সভাপতি ও মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিবের ছোট ভাই প্রভাবশালী আইযুব আলী গ্রামবাসীর বাধা উপেক্ষা করে ব্রিজের মুখ বন্ধ সিমেন্টের খুটি দিয়ে দোকান ঘর নির্মাণ করছেন। সেই সাথে সরকারী খাস জায়গার গাছ কাটার অভিযোগ উঠেছে।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, কাস্তা গ্রামের কৃষক রেজাউল করিম, জেহের আলী,মোবারক হোসেন ও আবু সিদ্দিক আব্দুস সালাম সহ অনেকেই অভিযোগ করে বলেন, খালের উপর নির্মিত ব্রিজের মুখ বন্ধ করলে পানি নিষ্কাশনসহ সব ধরনের সুযোগ-সুবিধা বন্ধ হবে। তলিয়ে যাবে তিনটি গ্রামের প্রায় দুই হাজার বিঘা হেক্টর ফসলের ধান। এতে করে এলাকায় খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। অভিযুক্ত আইয়ুব আলী বলেন, আমি বিএনপি করি। ইউনিয়ন মৎস্য জীবি দলের সাবেক সাধারণ সম্পাদক। অনেকেই খাল দখল করে ঘর নির্মাণ করেছে তাই আমি করছি। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল জানান, বিএনপির নাম ভাঙ্গিয়ে কাউকে জায়গা দখল করার কথা বলা হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মাং মারমা জানান, ব্রিজের মুখ বন্ধ করে সরকারি জায়গায় ঘর নির্মাণের সুযোগ নেই। নির্মাণ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।