তাড়াশ

তাড়াশে বিএন‌পির কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম শি‌শিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লুৎফর রহমান, তাড়াশ :

সিরাজগঞ্জের তাড়াশে মান্নাননগড় বাজারে কেন্দ্রীয় বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শি‌শিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি ব‌লেন, ছাত্র জনতার রক্ত‌ের বি‌নিময় আমরা স্বাধীনতা পে‌য়ে‌ছি তা ঐক্যবদ্ধ ভা‌বে রক্ষা কর‌তে হ‌বে। স্বৈরচার আর ফির‌তে পার‌বে না। ত‌বে স্বৈরাচারের দোসরা এখনও ঘাপ‌টি মে‌রে ব‌সে আছে। গত ১৭ বছ‌রে সকল দপ্ত‌রেই আওয়ামীলীগ। এ গু‌লো সংস্কার কর‌তে এ সরকার‌কে সহ‌যোগিতা করার আহবান জানান। গত ১৭ বছরে শতশত নেতা কর্মী‌দের নামে হাজার হাজার মামলা, জেল খে‌টেছে, ঘ‌ুরে‌ছে কো‌র্টের বারান্দায়। এখন মানুষ তার ইচ্ছা মতো কথা বল‌তে পার‌বে। ইচ্ছা মতো ব্যবসা কর‌বে। মান‌ুষ তার ইচ্ছা ম‌তো ভোট দি‌বে।

মঙ্গলবার (৮ অ‌ক্টোবর) বি‌কেল সা‌ড়ে উপজেলার মান্নাননগর বাজার এলাকায় এক মত‌বি‌নিময় সভায় এসব কথা ব‌লেন তি‌নি। মাগুড়া‌বি‌নোদ ইউ‌নিয়ন বিএন‌পির সা‌বেক সভাপ‌তি আলহাজ্ব আ‌মির উ‌দ্দিন প্রামা‌ণিক’র সভাপ‌তি‌ত্বে অন্য‌দের ম‌ধ্যে বক্তব্য দেন, সিরাজগঞ্জ জেলা বিএন‌পির উপ‌দেষ্টা মো. জিল্লুর রহমান, সহ-দফতর সম্পাদক মো. ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক নেতা এনামুল হক, তাড়াশ উপজেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, নয়ন মন্ডল, মাগুড়া বি‌নোদ ইউ‌নিয়‌ন যুবদল‌ের আহবায়ক র‌বিউল ইসলাম রবি ,যুগ্ম আহবায়ক ই‌দ্রিস আলী, দো‌বিলা ইসলা‌মিয়া ডিগ্রী ক‌লে‌জের প্রভাষক আব্দুল মান্নান, পাঙ্গাসী ইউ‌নিয়ন যু্বদ‌লের আবহায়ক মো. মামুন প্রমূখ।