তাড়াশ

তাড়াশে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ১৯তম বর্ষপূর্তি পালিত

লুৎফর রহমান, তাড়াশঃ

সত্যের সাথে প্রতিদিন এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ১৯ তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। আজ ২৬(অক্টোবর)সকালে নয়াদিগন্ত পাঠক ফোরামের আয়োজনে তাড়াশ প্রেস ক্লাব হল রুমে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭১টিভি ও সমকালের উপজেলা প্রতিনিধি তাড়াশ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল।
নয়াদিগন্তের উপজেলা সংবাদদাতা লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত পাঠক ফোরামের সভাপতি প্রভাষক সনাতন দাশ,তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীউল হক শামীম, সাবেক সাধারণ সম্পাদক সাহেদ খাঁন জয়,সহ-সভাপতি আবু হাসিম খোকন, মানবজমিনের অধ্যাপক শফিউল হক বাবলু, আমাদের সময়ের প্রভাষক সাব্বির আহম্মেদ, মানবজমিন এম এ মাজিদ সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম,নয়াতাব্দীর রেজাউল করিম ঝন্টু,কালবেলার হাদিউল হদয়, প্রতিদিনের সংবাদের মৃণাল সরকার মিলু, ভোরের পাতার বাদল দাশ,বর্তমানের সাব্বির মির্জা,আইবিএন মুন্নী আহম্মদ, ছাত্রলীগ নেতা ছোটন প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি পৌর মেয়র আব্দুর রাজ্জাক বলেন নয়া দিগন্ত মুক্ত এবং স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে আশা ব্যক্ত করেন।

লুৎফর রহমান
তাড়াশ সিরাজগঞ্জ
তারিখ ২৬.১০.২৩