তাড়াশ

তাড়াশে জাতীয় এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

ভিটামিন এ খাওয়ান-শিশু মৃত্যুর হার কমান, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রতিবছরের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে উদযাপনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভিটামিন এ খাওয়ান-শিশু মৃত্যুর হার কমান, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রতিবছরের ন্যায় সিরাজগঞ্জের  তাড়াশে জাতীয় এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে উদযাপনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার( ২০জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফরিদা ইয়াসমিন । বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আরিফুজ্জামান, ডাঃ মোহাম্মাদ আলী,আতাহার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সহ-সভাপাতি মহসীন আলী,সোহেল রানা সোহাগ প্রমূখ।  আগামী  ২২ জুন শনিবার দিনব্যাপী ১৯৩ টি কেন্দ্রে  ২ হাজার ৯’শত ৬১ (৬-১২) মাস বয়সী শিশুদের নীল রঙয়ের ও ২৬ হাজার ৭’শত ৩৫ (১৩-৫৯) মাস বয়সী শিশুদের লাল রঙয়ের এ ক্যাপসুল খাওয়ানো হবে।