জাতীয়

ডেমরায় ট্রাকের ধাক্কায় নিহত ১

আজ রোববার সকালে রাজধানীর ডেমরায় ট্রাকের ধাক্কায় রাস্তা পার হওয়ার সময় ডেমরার গলাকাটা ব্রিজের কাছে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম মজনু (৩২)। তাঁর গ্রামের বাড়ি ভোলায়। ডেমরার রসুলপুরে থাকতেন তিনি। ওই এলাকার মোহাম্মদিয়া স্টিল মিলে রাজমিস্ত্রির কাজ করতেন। গুরুতর আহত অবস্থায় মজনুর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুপুর সোয়া ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

মজনুর সহকর্মী আকতার হোসেন জানান, মিল থেকে সকালে নাশতা খেতে বের হয়েছিলেন মজনু। রাস্তা পার হওয়ার সময় গলাকাটা ব্রিজের কাছে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।