বেলকুচি

টাকার অভাবে ভর্তি হতে পারছেনা বেলকুচিতে মেধাবী ছাত্রী আঞ্জুয়ারা

বেলকুচি উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীতে মেধাবী ছাত্রী আঞ্জুয়ারা টাকার অভাবে ভর্তি হতে পারছে না ।
এ বছর পঞ্চম শ্রেণী পাশ করে আঞ্জুয়ারা এখন ভর্তি হতে চায় হাই স্কুলে। আঞ্জুয়ারা ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই পশ্চিমপাড়ার আব্দুল আওয়ালের মেয়ে। স্থানিয় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মেধা তালিকায় ৫ম শ্রেণী থেকে এ বছর পাশ করেছে। বাবা অসুস্থ থাকার কারনে জোগার করতে পারছেন না মেয়ের স্কুলের ভর্তি হওয়ার টাকা। ভর্তি হওয়ার সময় এখন প্রায় শেষের দিকে। অতি কষ্টে কোন রকমে না খেয়ে দিন চলছে আঞ্জুয়ারার পরিবারের সংসার।অসুস্থ বাবাও পরিবারের একমাত্র উপার্জন কারী।

অন্যের বাড়িতে তাঁতের সুতা কাটার কাজ করে আঞ্জুয়ারার মা কোন রকমে সংসার চালাচ্ছে। তার পক্ষে অসুস্থ স্বামীর চিকিৎসা ও মেয়ের পড়ালেখার খরচ চালানোর মত সামর্থ্য নেই।

মেধাবী ছাত্রীর পড়ালেখা সামান্য টাকার অভাবে বন্ধ হওয়ার দিকে । আঞ্জুয়ারার মা নাজরিনা বেগম বলেন, আমার মেয়েকে যদি সমাজের কোন স্ব-হৃদয়বান ব্যক্তি ভর্তির বেপারে সহযোগিতা করেন তাহলে আমার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে। ভর্তি হতে না পারলে পড়ালেখা করানো সম্ভব না, পড়ালেখা বন্ধ হয়ে যাবে। তিনি আর বলেন আমার মেয়ের ইচ্ছা পড়ালেখা করে অসহায় মানুষদের সেবা করবে। আপনারা সাংবাদিক আপনেরাই পারেন আমার মেয়েটিকে সহযোগিতা করে স্কুলে ভর্তি করে দিতে।