জোঁকের ভয়ে ও জলাবদ্ধতা ধান কাটা নিয়ে বিপাকে কৃষক
টানা বর্ষণের কারণে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ১২শ’ হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে রয়েছে। এতে জমির মধ্যে হাঁটু পানি বেধে থাকায় ধান কাটা নিয়ে বিপাকে পড়েছে কৃষকেরা।
অনেক কৃষক বলেন, জোঁকের ভয়ে শ্রমিকরা জমিতে যেতে চায় না। অনেক কষ্টে রাজি করানো গেলেও আকাশচুম্বি মজুরির দাবি তাদের। প্রতিমণ ধানে শ্রমিককে দিতে হচ্ছে অর্ধেক। অথবা বিঘা প্রতি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মজুরির বিনিময়ে শ্রমিকরা কাজ করতে রাজি হচ্ছে। ফলে উৎপাদন খরচও ওঠে না বলে দাবি করেন তারা।
সরেজমিনে দেখা যায়, তাড়াশ উপজেলার সদর, মাগুড়া বিনোদ, সগুনা ও তালম ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের ধান পানির নিচে তলিয়ে রয়েছে। জলাবদ্ধতার কারণে বেড়েছে জোঁকের উপদ্রবও।