সারাদেশ

জামালপুরে ঘুষি মেরে দুই দাঁত ফেলে দেয়ার অভিযোগ, উত্যাক্তকারী আটকের পর মুক্তি

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের সরিষাবাড়ীতে উত্যাক্তের প্রতিবাদ কারীকে ঘুষি মেরে দুই দাঁত ফেলে দেয়ার অভিযোগ তুলেছেন সন্দেহভাজন নারী উত্যাক্তকারীর বিরুদ্ধে। ঘটনাটি গতকাল বুধবার সন্ধা সাড়ে ৬টায় সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার পাবনা পট্রিতে শিহাব উত্যাক্ত করতে গেলে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফিরাতে গিয়ে সাজ্জাদ হোসেন লালন ও শহিদুল ইসলাম নামে দু জন কে মারপিটের শিকার হয়েছেন উত্যাক্তকারীর হাতে। প্রতিবাদ কারী শিপন আনোয়ার(৫৮) কে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বুধবার রাতে সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার (পাবনা পট্রি) মহল্লার মৃত দেলখুশ মিয়ার ছেলে শিপন আনোয়ার বাদী হয়ে শিমলা বাজার রেলওয়ে লোকোশেড় কলোনী মহল্লার জামালপুর জজ কোর্টের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর মুরসালিন ইসলাম শিহাবকে প্রধান বিবাদী করে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে সরিষাবাড়ী থানার এস আই আরিফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ সদস্যরা বুধবার রাত ১০ টার দিকে শিহাব এর বাসা থেকে শিহাব কে আটক করে সরিষাবাড়ী থানা নিয়ে যায়।

উত্যাক্তকারী প্রভাবশালী হওয়ায় এক সমঝোতায় বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে জামালপুর জজ কোর্টের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর মুরসালিন ইসলাম কে ৬ /৭ ঘন্টা থানায় আটকের পর মুক্তি দেয় সরিষাবাড়ী থানা পুলিশ। তবে অভিযোগকারীর পরিবারের সাজ্জাদ হোসেন লালন সাংবাদিকদের জানান, আমাদের লিখিত অভিযোগ দায়ের করা হলেও তা আমলে না নিয়ে মুরসালিন ইসলাম শিহাব জামালপুর জজ কোর্টে চাকরী করে বলে থানা থেকে তাকে ছেড়ে দেয়া হয়েছে। আমাদেরকে নানা ধরনের হুমকি ধামকী দিচ্ছে মুরসালিন ইসলাম শিহাব। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।

জানতে চাইলে সরিষাবাড়ী এস আই আরিফুল ইসলাম জানান, মুরসালিন ইসলাম শিহাব এর বিরুদ্ধে থানায় দেয়া অভিযোগ বাদী পক্ষ প্রত্যাহার করায় বাদী-বিবাদী’র মাঝে এক সমঝোতায় মুরছালীন ইসলাম শিহাব কে ছেড়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক জানান, মুরছালীন ইসলাম শিহাব এর বিরুদ্ধে অভিযোগ কারী থানায় কোন অভিযোগ দিবে না মর্মে স্বীকারোক্তী প্রদান করায় উভয় পক্ষের মাঝে সমঝোতা মোতাবেক মুরছালীন ইসলাম শিহাব কে ছেড়ে দেয়া হয়েছে।