জনপ্রিয় ও নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবাষিকী আজ
আবির হোসাইন শাহিন :
বাংলা সাহিত্যের জনপ্রিয় ও জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের আজ ৭তম মৃত্যুবাষিকী। ২০১২ সালের আজকের এই দিনে লাখো শ্রোতাকে কাঁদিতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।যুক্তরাষ্ট্রে ক্যান্সারের চিকিৎসা চলাকালীন অবস্থায় মারা যান তিনি। ১৯৪৮ সালে ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে নানার বাড়িতে জন্মগ্রহন করেন।তিনি ছিলেন একাদারে ঔপনাসিক,ছোট গল্পকার, নাট্যকার ও গীতিকার। নাটক সিনেমাতেও ছিলেন সমান সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় তিন শতাধিক। নুহাশ পল্লীতে লেখকের মৃত্যুবাষিকী উপলক্ষে চলছে নানা আয়োজন।তার নিজের হাতে গড়ে তোলা নুহাশ পল্লীতে তার বিদেহী আত্তার শান্তি কামনায় থাকছে মিলাদ ও দোয়া মাহফিল।