চ্যানেল আই কর্তৃক শিক্ষা বাজেট নিয়ে সিরাজগঞ্জে মত বিনিময়
অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম.সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে চ্যানেল আই কর্তৃক শিক্ষা বাজেট ২০১৮-১৯ অর্থ বছরের উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক শাইখ সিরাজের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সাংসদ সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন পিপিএম, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রউফ মুক্তা, চ্যানেল আই’র শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তফা মল্লিক, চ্যানেল আইয়ের সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস রবিন প্রমুখ। এ সময় রাজনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চ্যানেল আই বিগত ৪ বছর ধরে শিক্ষা বাজেট নিয়ে দেশের বিভিন্ন জেলায় ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মচারী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করেন এবং উক্ত বিষয়ে একটি প্রতিবেদন অর্থমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ে উপস্থাপন করেন।
সিরাজগঞ্জের শিক্ষা বাজেট আলোচনায় বেসরকারী নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি করন, বেসরকারী এমপিওভুুক্তি প্রতিষ্ঠানগুলো জাতীয়করন, ৫% ইন্িরক্রমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ দুটি উৎসব ভাতা, প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষন ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। দেশের বিদ্যমান বেকার সমস্যা সমাধানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তার উন্নয়নে গুরুত্বের বিষয়টিও প্রাধান্য পায়। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একযোগে জাতীয়করনের জন্য আগামী বাজেটে অর্থ বরাদ্দের বিষয়টি অর্ন্তভুক্ত করনের বিষয়ে আলোচনার জন্য চ্যানেল আই’র শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তফা মল্লিকের সাথে বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম সিরাজগঞ্জের নেতৃবৃন্দ আলোচনা করেন। এতে অংশগ্রহন করেন বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম সিরাজগঞ্জ জেলার আহবায়ক কমিটি সদস্য সচিব আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম শাওন, সিরাজগঞ্জ সদর উপজেলার সভাপতি মাহফুজা আফরোজ, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।