চৌহালী উপজেলা বিএনপির কমিটি গঠন
চৌহালী ( সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আংশিক কমিটির ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষিত ওই কমিটিতে মোঃ জাহিদ মোল্লাকে সভাপতি ও ক্বারী মোঃ ময়নুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
এছাড়া ঘোষিত ওই কমিটিতে মোঃ আনিছ শিকদার, এ্যাডঃ হামিদুল ইসলাম দুলাল, আরিফ সরকার, বকুল শিকদার, হাকিম বিএসসি, মঞ্জু সরকার,মোজাহার মৌলাভী,জাহাঙ্গীর শিকদার, আসলাম মন্ডল, বাবুল সরকার, নজরুল ইসলাম এই বারোজনকে সহ-সভাপতি এবং মোঃ শামীম মাহমুদ মোল্লা, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন(টাইগার), ঈসমাঈল হোসেন জবিউল্লাহ চারজনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। তাছাড়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা, দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিমসহ মোট ৩১ জনের আংশিক কমিটি দেওয়া হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।