চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে শিশুর গলা কাটা লাশ উদ্ধার,যুবক আটক

 

চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালীর জোতপাড়া ঘাটের পশ্চিম পাড়ে যমুনার চর থেকে এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তানজিদ সরকার (৯) গাজীপুরের গাছা থানার কুনিয়াগাছা গ্রামের লতিফ সরকারের ছেলে। জানা যায় নিহতের বাবা লতিফ সরকারের বাসায় ভাড়া থাকত টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়া পুর্বপাড়া গ্রামের মাখন মিয়ার ছেলে ঘাতক সোহাগ হোসেন (২০)। নিহত শিশুর বাবা জানান গত কয়েকদিন আগে আমার বাসা থেকে ৬টি থ্রি পিস চুরি করে ঘতকের স্ত্রী সুমাইয়া। পরে চুরির বিষয়টি জানাজানি হয়। চুরির বিষয়টি কেন্দ্র করে প্রতিশোধ নিতে আমার ছেলেকে হত্যা করেছে।

গত শুক্রবার থেকে আমার ছেলেকে খুজে পাওয়া যাচ্ছিলো না। এদিকে ভাড়াটিয়া সোহাগকেও পাওয়া যাচ্ছিলো না। পরে সন্দেহ হলে গাছা থানায় অভিযোগ করলে জিজ্ঞাসাবাদের জন্য ঘাতকের স্ত্রী সুমাইয়া, মা চায়না খাতুন, বাবা মাখন মিয়া ও জুলেখা খাতুনকে ডাকা হয়। তাদের তথ্যের ভিত্তিতে ঘাতক সোহাগ কে আটক করে পুলিশ।

চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, নিহত শিশুকে পরিবারের লোকজন খুঁজে না পেয়ে গাজীপুরের গাছা থানায় অভিযোগ করলে সোহাগকে আটক করে পুলিশ । পরে তার দেওয়া তথ্য অনুযায়ীন রোববার সকালে দুই থানার যৌথ টিম চৌহালীর জোতপাড়া চর থেকে পুঁতে রাখা শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার গলা কাটা ছিল। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মো: ইমরান হোসেন আপন
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি
১২-০৩-২৩