চৌহালীতে বিদ্যুতের আগুনে পুড়ল কৃষকের ঘর টাকা স্বর্ণালংকার সহ শস্য
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীরতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের বসতঘর, ঘড়ে থাকা টাকা স্বর্ণালংকার সহ শস্য পুড়ে গেছে।২৪ সেপ্টেম্বর রোববার বেলা দেড়টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিটে উপজেলার ঘোড়জান ইউনিয়নের ফুলহারা গ্রামের কৃষক মো: আয়নাল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কৃষক মো: আয়নাল হকের একটি ঘড়, নগদ এক লাখ টাকা, দুই লাখ টাকার স্বর্ণালংকার, ১৫ মন ধান ও ১০ মন সরিষা পুড়ে যায়। কৃষক মো: আয়নাল হকের ছেলে মো: সামিম হোসাইন জানান, বিদ্যুতের শর্ট সার্কিটে দুপুরে ঘড়ে আগুন লাগে পাড়া প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে ঘন্টাব্যাপি চেষ্টা করলেও সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘড়ের দরজা বন্ধ থাকায় ঘড়ে ভিতরে থাকা টাকা, স্বর্ণালংকার সহ কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। এতে তাদের প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রতিবেশীরা ও ফুলহারা গ্রামের ইউপি সদস্য মো. আলিনূর জানায়, শর্টসার্কিট থেকে ওই বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে পানি ও বালু দিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আলনেও ঘড় সহ ঘড়ে থাকা সব কিছু পুড়ে যায়।
চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: হেকমত আলী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি ইতিমধ্যে অবগত হয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।