গরীবের আর্তনাদ….নিশি নুর রজনী
গরীবের আর্তনাদ….
নিশি নুর রজনী
বাবু দেননা একটা জামা।
ও বাবু!
এই যে বাবু শুনেছেন?
আমি যে গরীব মানছেন!
বাবু গো!
পরের দিনের সূর্যের আশায়
কাটে প্রতি রাত,
কি করে মা কাপড় দেবে
কষ্টে জোটে ভাত!
শুনছেন বাবু?
শীতে থরথর রাতে কাঁপি
যার কষ্ট সে বোঝে।
কতক আছে ধনীর দুলাল
শীতে ফ্যাশন খোঁজে!
বাবু একটু ফিরে তাকান।
ও সাহেব কষ্ট ভারি অতি!
এক ঘটি জল সাগর দিলে,
হয়না তার ক্ষতি।
তেলা মাথায় তেল দেওয়া
সাহেবরা খুব জানে,
আমরা গরীব কত শত,
কেউ না মোদের মানে।
ঝি এর কাজ করে মা,
আসলো জামা নিয়ে!
ও বাবু!
আবুল দাদা শয্যাশায়ী
এলাম তারে দিয়ে।
সাহেব দেননা একটা জামা,
রাতটা শুধু কাটাই!
দিনে আমার সূর্য আছে,
না হয় আগুন পোহাই।
ও সাহেব দেননা একটা জামা!
বাবু গো দেননা একটা জামা!!!