খোকসাবাড়ীর কুশাহাটায় ১২পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক !
স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের কুশাহাটা গ্রামে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ মুঞ্জুরুল ইসলাম সাদ্দাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ । বুধবার দুপুর পৌনে একটার দিকে খোকশাবাড়ী ইউনিয়নের কুশাহাটা গ্রামে গোপন সংবাদের ভিক্তিতে ও চলমান বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক কৃত সাদ্দাম খোকশাবাড়ী ইউনিয়নের কুশাহাটা গ্রামের আলী আশরাফের ছেলে বলে জানাগেছে। সিরাজগঞ্জ সদর থানার এস.আই মোঃ মোকাররম হোসেন জানান গোপন সংবাদের ভিক্তিতে ও চলমান বিশেষ অভিযানে কুশাহাটা গ্রামে স্কুলের সামনের দোকান থেকে ১২ পিস ইয়াবা সহ মুঞ্জুরুল ইসলাম সাদ্দাম কে আটক করা হয়। এবিষয়ে মামলা দায়ের হয়েছে।