কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে স্পেশাল এডুকেটর প্রশিক্ষণ ও শিক্ষা উপকরন বিতরণ
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে রিক্তা আখতার বানু বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে স্পেশাল এডুকেটর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্পিচ এইড বাংলাদেশ ও বাংলাদেশ ছাত্রলীগ এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে স্পিচ এইড বাংলাদেশ এর কো-ফাউন্ডার ও ডিরেক্টর কৌশিক আহম্মেদ কবির, বাংলাদেশ ছাত্রলীগের উপ-অটিজম বিষয়ক সম্পাদক ও স্পিচ এইড বাংলাদেশ এর ডিরেক্টর আনোয়ারুল কবির দিপু, কো-ফাউন্ডার ও চেয়ারম্যান মো: আশরাফুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর জহুরল ইসলাম সাদিক ও ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মোহাইমিনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
রিক্তাবানু প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিন শাহ বলেন, স্পিচ এইড ও বাংলাদেশ ছাত্র লীগের উদ্যোগে প্রতিবন্ধি উপকরন ও দক্ষতা বৃদ্ধি অরিয়েন্টেশন করে খুবই ভালো লাগলো। প্রতিবন্ধি শিশুদের জন্য এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
উপ অটিজম বিষয়ক সম্পাদক বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আনোয়ারুল কবীর বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধি লক্ষ্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ প্রতিবন্ধি শিশুদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সামাজিক সচেতনতা ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে অনলাইন ও অফ লাইনে কাজ করে যাচ্ছি আমরা।
এ সময় স্পিট এইড বাংলাদেশের পরিচালক কৌশিক আহম্মেদ কবির বলেন, স্পিচ এইড বাংলাদেশ দীর্ঘ তিন বছর ধরে প্রতিবন্ধি স্কুল নিয়ে কাজ করছে। সারা দেশের ন্যায় কুড়িগ্রামে রিক্তা বানু প্রতিবন্ধি বিদ্যালয়ে শিক্ষা উপকরন দিয়ে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে অরিয়েন্টেশন করা হলো। আমাদের কার্যক্রম অব্যহত থাকবে।
মোঃ বুলবুল ইসলাম
কুড়িগ্রাম