কামারখন্দ

কামারখন্দে ভুয়া তথ্য দিয়ে কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ

 

আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

বিদ্যালয়ের ১২টি অনিয়ম তুলে ধরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের ৬জন প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক উপজেলা নিবার্হী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন ।

কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর বলেন, বিভিন্ন দপ্তরে ভুয়া তথ্য দিয়ে কতিপয় ব্যক্তি কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করেছেন। যারা অভিভাবক সেজে অভিযোগ দাখিল করেছেন এদের মধ্যে একাধিক ব্যক্তি এখনও বিয়েই করেননি। এই ৬জন ব্যক্তির কোন সন্তান বিদ্যালয়ের শিক্ষার্থী নয়। তাহলে তারা কিভাবে অভিভাবক হলেন।

কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল বলেন, কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের ১২টি অনিয়ম তুলে ধরে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন ৬ ব্যক্তি। তারা হলেন, ড. আব্দুল আওয়াল, আতাউর রহমান, আব্দুল্লাহ সেখ, প্রকৌশলী আল ইমরান, প্রকৌশলী শফিকুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী। প্রকৃতপক্ষে আল ইমরান ও শফিকুল ইসলাম এখনও বিয়েই করেননি। আর ড. আব্দুল আওয়াল, আব্দুল্লাহ সেখ, আতাউর রহমান ও স্থানীয় ইউপি সদস্য কোরবান আলীর সন্তানের বিদ্যালয়ের পড়ার বয়সই হয়নি। তাহলে তারা কিভাবে বিদ্যালয়ের অভিভাবক হিসেবে সরকারি বিভিন্ন দপ্তরে বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

তিনি আরও বলেন, অভিযোগকারী প্রকৌশলী আল ইমরান ও প্রকৌশলী শফিকুল ইসলাম তাদের নামের আগে প্রকৌশলী লিখলেও তারা আদৌ প্রকৌশলী নয়। কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করায় দোষীদের শাস্তির দাবি করছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী বলেন, কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের ১২টি অনিয়মের অভিযোগ এনে ৬জন ব্যক্তি উপজেলা নিবার্হী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার উভয়পক্ষকে ডাকা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, কেউ যদি ভুল তথ্য দিয়ে অভিযোগ দায়ের করেন তবে তার বিরুদ্ধেও শাস্তিমুলক ব্যবস্থার আইন রয়েছে।