কামারখন্দ

কামারখন্দে বিদ্যুৎপৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

খাইরুল ইসলাম, (স্টাফ রিপোর্টার) :

সিরাজগঞ্জের কামারখন্দে বিদ্যুৎপৃষ্টে কাঠমিস্ত্রি রফিকুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। নিহত রফিকুল উপজেলার রায়দৌলতপুর গ্রামের মৃত ঠান্ডু সেখের ছেলে। বুধবার কামারখন্দ উপজেলার সীমান্তবর্তী গ্রাম উল্লাপাড়া উপজেলার পাথারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে রফিকুলের গ্রামের পাশের গ্রামে চৌচালা ঘর তৈরী যান রফিকুল। ঘর তৈরীর এক পর্যায়ে তিনি বিদ্যুতের তার ধরে টান দেন। এতে সে বিদ্যুতায়িত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।