কাজিপুর

কাজিপুরে লকডাউনেও চলছে নৌ-যান, অতিরিক্ত যাত্রীবহন ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ 

কাজিপুরে মেঘাই-নাটুয়ারপাড়া নৌ-রুটে লকডাউনের মধ্যেও অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার হচ্ছে নৌকা। এছাড়াও নদী পথের যাত্রীদেরকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। প্রতিবাদে মিলছে ঘাট কর্তৃপক্ষের দূর্ব্যবহার। 

১৩ জুলাই (মঙ্গলবার) সরেজমিন গিয়ে দেখা যায়, কাজিপুরের মেঘাই নৌঘাট থেকে নাটুয়ারপাড়ার উদেশ্যে  দুপুর ১২ টা ১৫ মিনিটে ছেড়ে আসা একটি নৌকাতে ৩৪ জন যাত্রী নিয়ে পাড়ি জমান নৌ চালক।ঘাটে চলাচল করা নৌকায় যাত্রী বহনের নিয়ম ৩০ জন ও জনপ্রতি ভাড়া ৩০ টাকা করে হলেও কোন ঘোষনা ছাড়াই  জনপ্রতি ৩০টাকার স্থলে ৫০ টাকা ভাড়া আদায় করছে। 

চলমান মহামারি করোনায় সংক্রমণের হার যেখানে দিন দিন বেড়েই চলেছে,সেখানে ঘাট কর্তৃপক্ষের এমন সচেতনতাহীন কাজ ও বিধিনিষেধ অমান্য জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। 

নৌযাত্রী কবির মাহমুদ বলেন, নৌকাতে অতিরিক্ত যাত্রী বহন ও নিয়মবহির্ভূত অতিরিক্ত ভাড়া আদায় সম্পর্কে জানতে চাইলে চেইন মাস্টার আবু তালহা দূর্ব্যবহার করে ।

এবিষয়ে মেঘাই নৌঘাটের চেইন মাস্টার আবু তালহার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, অতিরিক্ত যাত্রী বহন ও বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।