কাজিপুর

কাজিপুরে এসডিজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

মাননীয় প্রধামন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অধীন স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য বাস্তবায়ন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী চলা এক কর্মশালার উপজেলা নানাপেশার মানুষের আশিজন ব্যক্তি অংশ নেন। কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে কর্মশালার শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফিরোজ মাহমুদ। কর্মশালায় বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ, এনডিসি মোহাম্মদ রহমত উল্লাহ। কর্মশালায় অংশগ্রহণ কারিগণ স্থানীয় পর্যায়ে চাহিদা নিরূপণসহ আগামীর পরিকল্পনা বিষয়ে মতামত ব্যক্ত করেন।