কাজিপুর

কাজিপুরে অনুমোদন বিহীন অবৈধ ইট ভাটা সুবর্ণ/থ্রি ষ্টার বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদকঃ

কাজিপুর উপজেলার গান্ধাইল নয়াপাড়া গ্ৰামে স্থাপিত সুবর্ণ/থ্রিষ্টার নামের অনুমোদনহীন অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ করতে ইউএনও বরাবর আবেদন করেছে ভাটায় জমি ভাড়া দেয়া গান্ধাইল গ্ৰামের চাঁন মিয়াসহ ৩৪ জন জমি মালিক। আবেদনে জমি ভাড়ার চুক্তিপত্র নবায়ন না করে জমি জবর দখল ও পরিবেশগত ঝুঁকির কথা উল্লেখ রয়েছে।

গত ২৫-সেপ্টেম্বর ২০২১ দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, সূবর্ণ ইট ভাটার নামে ৫ বছর পূর্বে চুক্তির মাধ্যমে জমি ভাড়া নেয় ভাটা কতৃপক্ষ। পরবর্তীতে ভাটার নাম বদলে থ্রিষ্টার রাখা হয়।
চুক্তির মেয়াদ পেড়িয়ে গেলেও নবায়ন না করে জবর দখলের মাধ্যমে পুনরায় ২০২০-২০২১ মৌসুমী ভাটার কার্যক্রম শুরু করেছে। এছাড়াও ভাটায় ব্যবহৃত জমি দুই ফসলী উল্লেখ করে আবেদনকারীরা আরও জানায়, ভাটাটি ঘনবসতিপূর্ণ এলাকায় স্থাপিত হওয়ার স্থানীয়রা স্বাস্থ্যগত নানা ধরনের ঝুঁকিতে পড়ার পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশের জন্য হুমকির কারণে পরিনত হয়েছে।

সরেজমিনে স্থানীয় বাসিন্দারা জানায়, ভাটার ছাই পাশ্ববর্তী আবাদী জমির ফসল ও গাছপালা নষ্ট করে দিচ্ছে। ফলদ বৃক্ষে ফল পাওয়া যায় না। তাছাড়া ভাটার উরন্ত ছাই প্রতিনিয়ত তাদের খাদ্যে মিশে যাচ্ছে। প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গড়ে উঠা ভাটায় রাত নামলেই মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়।

ভাটা কতৃপক্ষের প্রতিনিধি আব্দুল আলিম ইটভাটা স্থাপনের আইনি বৈধতা না থাকার কথা স্বীকার করে বলেন, ২০ বিঘা জমি ভাড়া নেয়া হয়েছে, অধিকাংশের টাকা পরিশোধ করা হয়েছে দু’একজন বাদ থাকতে পারে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ৪ নং ধারায় পরিস্কারভাবে উল্লেখ রয়েছে “জেলা প্রশাসকের নিকট হইতে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে, কোন ব্যক্তি ইটভাটায় ইট প্রস্তুত করিতে পারবেন না”।

এছাড়াও এই আইনের ৮ নং ধারায় বলা হয়েছে ছাড়পত্র থাকুক বা না থাকুক আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যেক এলাকা, কৃষি জমি ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার সীমানার অভ্যন্তরে কোন ব্যক্তি কোন ইটভাটা স্থাপন করিতে পারিবেন না।

এই আইনে বিশেষ কোন স্থাপনা, রেলপথ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান, বা অনুরূপ কোন স্থান বা প্রতিষ্ঠান হইতে কমপক্ষে ১ (এক) কিলোমিটার দূরত্বের মধ্যে; এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত উপজেলা বা ইউনিয়ন বা গ্রামীণ সড়ক হইতে কমপক্ষে ১/২ (অর্ধ) কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপনের বিধান রাখা হয়নি।

এবিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জমির মালিকদের আবেদনের প্রাপ্তি স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।