এনায়েতপুরে লেখাপড়ার খরচ না পেয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
লেখাপড়ার খরচ চালাতে পারছিলেন না বাবা। চাহিদা মোতাবেক টাকা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সুমি বিশ্বাস (১৭) নামে এক কলেজছাত্রী। সে খুকনি ঝাঁওপাড়া মহল্লার দরিদ্র পান দোকানি পরেশ চন্দ্র বিশ্বাসের মেয়ে।সুমি চৌহালী উপজেলার খামারগ্রাম ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে।
রোববার (০৬ মে) সকালে সিরাজগঞ্জের এনায়েতপুরের খুকনি ঝাঁওপাড়া এলাকা থেকে ছাত্রীটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার বলেন, শনিবার (০৫ মে) রাতের কোনো এক সময় নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুমি। পরে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে এনায়েতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।