উল্লাপাড়া উপজেলা পরিষদের সাড়ে ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য উম্মুক্ত ৫ কোটি ৫৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন ।
বৃহস্পতিবার বেলা ১২ টায় বিআরডিবি হলরুমে উপজেলা পরিষদ আয়োজনে এ উম্মুক্ত বাজেট ঘোষণা করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ।
উম্মুক্ত বাজেট ঘোষণার পর ওই বাজেট পরিকল্পনার উপর সভা অনুষ্ঠিত হয় । উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে উম্মুক্ত বাজেট ঘোষণা ও পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আবু সায়েদ, উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা । এ ছাড়াও বাজেট অধিবেশনে সমাজের সুধিজন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ সহ হিজরা প্রতিনিধি উপস্থিত ছিলেন ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
৩০/০৬/২০২২