উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শামিম আক্তার (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছে।
নিহত শামিম আক্তার পাবনা জেলার আতাইকুলা থানার গঙ্গারামপুর নজরুল ইসলামের ছেলে।
রবিবার (২৫ অক্টোবর) রাত ৮ টার দিকে বোয়ালিয়া বাজার এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল্লাহেল বাকী জানান, বগুড়া থেকে পাবনা যাচ্ছিলেন সেনাসদস্য শামীম আক্তার। বোয়ালিয়া বাজার এলাকায় পৌছালে হঠাৎ গর্তে পরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সে সিটকে পরে যায়। তখন সম্ভবত একটা ট্রাক তার উপর দিয়ে চলে যায়। ঘটনা স্থলেই সেনাসদস্য মারা যায়।লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।