উল্লাপাড়া

উল্লাপাড়ায় সৎ ব্যবসায়ীর আরালে অসৎ মজুদদারি ব্যবসা

 

মোঃ আব্দুস ছাত্তার,উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিশিষ্ট ব্যবসায়ীদের, সৎ ব্যবসার আরালে অসৎ মজুদদারির ব্যবসা তা উল্লাপাড়া বাসীর জানা ছিলনা । জনগনকে ফাঁকি দিয়ে অধিক মুনাফার আসায় এরা সৎ ব্যবসার আরালে অসৎ ব্যবসার সাথে জরিত তা কেও ভাবতেও পারেনি । শনিবার উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে সেই সৎ ব্যবসায়ীদের অসৎ ব্যবসার খবর জনসাধারণের মাঝে উম্মচিত হয়েছে । জনসাধারন ধন্যবাদ জানাচ্ছেন উপজেলা প্রশাসনকে । আর ধিক্কার জানাচ্ছে সেই সকল মুখোশধারী অসৎ ব্যবসায়ীদের । সয়ামিন তেলের এই কান্তি লগ্নে উল্লাপাড়ার ওইসব ব্যবসায়ীরা হাজার হাজার লিটার সয়াবিন তেল তাদের গোডাউনে মজুদ করে বাজারে কৃতিম সংকট দেখিয়ে বেশী দামে সয়াবিন তেল বিক্রি করে আসছিলো ।
ওই অসৎ ব্যবসায়ীরা উল্লাপাড়ার শহরের ঘোষগাঁতী পাট বন্দরে মেসার্স দত্ত এন্ড ব্রাদার্স এর গুপ্ত গোডাউনে সাড়ে ১২ হাজার লিটার রুপচাঁদা ও মেসার্স অর্নব বানিজ্যালয়ের গোডাউনে ১৪ হাজার লিটার ফ্রেশ (বোতল জাত) সয়াবিন তেল মজুদ করেছিল অধিক মুনাফার আশায় ।

বিষয়টি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পেরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন শনিবার সকাল থেকে সেখানে ভ্র্যাম্যমান আদালতের অভিযান চালায় । এ সময় মেসার্স দত্ত এন্ড ব্রাদার্স এর গুপ্ত গোডাউন হতে ১২ হাজার ৫ শ লিটার বোতল জাত রুপচাঁদা ও মেসার্স অর্নব বানিজ্যালয়ের গোডাউন থেকে ১৪ হাজার লিটার মজুদ কৃত ফ্রেশ সয়াবিন তেল জব্দ করেন। পরে ভ্র্যম্যমান আদালত মেসার্স দত্ত এন্ড ব্রাদার্সের মালিক স্বপন দত্তকে- ৫০ হাজার টাকা, মেসার্স অর্ণব বানিজ্যালয়ের মালিক অশোক সরকারকে-৫০ হাজার টাকা এবং মেসার্স শহিদুল এন্ড ব্রাদার্সের মালিক মোঃ শহিদুল ইসলামকে-৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় জরেন ।

অভিযানের সময় উপস্থিত মোঃ সামসুল আলম, মোঃ আসলাম আলী, মোঃ ময়নুল হোসেন মোঃ গিয়াস উদ্দিন সহ অনেকেই অপরাধীদের আইনের মাধ্যমে কঠোর শাস্তির দানের অনুরোধ জানায় ।

ভ্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান জব্দকৃত বোতলজাত সয়াবিন তেল একটি কমিটির মাধ্যমে সরকারী মূল্যে খোলা বাজারে বিক্রি করে ওই অর্থ সরকারী কোষাগারে জমা দেওয়া হবে ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১৪/০৫/২০২২