উল্লাপাড়ায় সোনতলা পর্যটন কেন্দ্র নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বে- সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অর্থায়নে সোনতলা পর্যটন কেন্দ্র নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ।
প্রথম পর্যায়ে ৫৩ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিল্ডিং এর এক তলার নির্মান কাজ শেষ হবে । সিরাজগঞ্জ জেলা প্রশাসন কাজটি বাস্তবায়ন করবেন ।
শুক্রবার বেলা ১১ টায় ওই পর্যটন কেন্দ্র নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এর উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আবু সায়েদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, আরিফ বিন হাবিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার প্রমুখ ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ