উল্লাপাড়া

উল্লাপাড়ায় বার্ষিক উন্নয়ন কর্মসুচির আওতায় সেলাই মেশি, টিউবওয়েল, ও হুইল চেয়ার বিতরণ

উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসুচির(এডিপি) সাধারণ ও বিশেষ বরাদ্দের আওতায় অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন, টিউবওয়েল ও হুইলচেয়ার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রিয়া সামগ্রী ও কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।
শনিবার বিকেল সাড়ে ৩ টায় সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন-৭ টি, টিউবওয়েল-১০টি ও হুইলচেয়ার-৫ টি বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, উপজেল ইঞ্জিনিয়ার মোঃ আবু সায়েম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২০/০৮/২০২২