উল্লাপাড়া

উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ আরো ৩ জন নতুন করোনা আক্রান্ত

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি করোনায় আক্রান্ত হয়েছেন । তিনি বর্তমানে নিজ বাসায় হোম -কোয়ারেন্টাইনে রয়েছেন ।

বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন । উল্লাপাড়া উপজেলায় দ্বিতীয় ধাপে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা বেরেই চলেছে । গত এক সপ্তাহে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এদের মধ্যে বৃহস্পতিবার সিরাজগঞ্জ এম মুনসুর আলী মেডেকেল কলেজ হাসপাতালে করোনা টেষ্ট রিপোর্টে আরো ৩ জন নতুন করোনা পজিটিভ রোগী সনাক্ত হয়েছে । এরা হলেন উপজেলার দূর্গানগর ইউনিয়নের দূর্গানগর গ্রামের আব্দুল খালেক তালুকদারের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক(৪০), হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া উজিরপাড়া গ্রামের তাবাফুল নাসরিন(২৭) ও উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছা গ্রামের তারেক মিয়া(৪৬) ।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন জানান আক্রান্তদের হোম-কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । উল্লাপাড়ায় এ পর্যন্ত মোট ২৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছে ।