উল্লাপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বালন ও ব্ল্যাক আউট
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উল্লাপাড়া উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে মোমবাতি প্রজ্বালন ও ব্ল্যাক আউট পালন করা হয়েছে ।
শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হয় ।
এ সময় উল্লাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত উল্লাপাড়া উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে প্রায় ১০০০ টি মোমবাতি প্রজ্বালন করেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সু্ত্রধর, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা আওয়ামিলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
ভয়াল ২৫শে মার্চ, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল নিরস্ত্র বাঙালিদের ওপর । অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতেছিল পাকবাহিনী । প্রতি বছর নানা আয়োজনে দিবসটি পালন করে উল্লাপাড়া বাসী ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৬/০৩/২০২৩