উল্লাপাড়ায় স্বামী-স্ত্রী ঝগড়া: পৃথক ঘটনায় স্বামী ও স্ত্রীর আত্মহত্যা’
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামী-স্ত্রী ঝগড়ার পৃথক দুটি ঘটনায় স্বামী ও স্ত্রী ‘আত্মহত্যা’ করেছে । দুটি ঘটনাই ঘটেছে আজ মঙ্গলবার সকালে ।
জানা গেছে, উপজেলার মোহনপুর ইউনিয়নের আটিয়ারপাড়া এলংজানী গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রী সুমি খাতুনের (২৮) ঝগড়া হয় । পরে রাগে-ক্ষোভে সুমি খাতুন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন । আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে ।
শরিফুল ইসলামের চাচাতো ভাই মো. বুলু মিয়া বলেন, শরিফুল ঢাকায় চাকরি করেন। বেশ কিছুদিন ধরে স্ত্রীর চাকরি নেওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল। আজ মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে ঝগড়া হয় । পরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমি খাতুন ।
অপরদিকে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামী কাসেম আলী (৫৫) নামের এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেন । আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে ।
এ বিষয়ে বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য মুন্নাফ হোসেন বলেন, কাসেম আলী একজন শারীরিক প্রতিবন্ধী । স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায় । আজ সকালে স্ত্রীর কাছে কাসেম ১০০ টাকা চাইলে ৫০ টাকা দেওয়া হয়ম। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয় । পরে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন কাসেম আলী ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোতাহার হোসেন বলেন, খবর পেয়ে আটিয়ারপাড়া এলংজানী গ্রাম থেকে সুমি খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। বড়পাঙ্গাসী গ্রাম থেকে কাসেম আলীর লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে । লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে । ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০৯/০৫/২০২৩