উল্লাপাড়া

উল্লাপাড়ায় পলি পেঁয়াজের আবাদ শুরু

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীতকালিন পলি পেঁয়াজের আবাদ শুরু হয়েছে । দক্ষিণাঞ্চলের বেড়া, কাশিনাথপুর হাট থেকে আমদানি করা পলি ( চারা ) পেঁয়াজ ব্যবসায়ীদের কাছ থেকে কিনে এনে জমিতে লাগাচ্ছেন উল্লাপাড়ার কৃষকেরা । দেশে লাগামহীন পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় নিজেদের চাহিদা মিটিয়ে দেশের মানুষদের মাঝে স্বল্প মূল্যে পেঁয়াজ বিক্রি করতে পারে এ লক্ষেই পেঁয়াজের আবাদ শুরু করেছেন কৃষক ।

উপজেলা কৃষি অফিস জানায় এবার এ উপজেলায় প্রায় ৮২ হেক্টর পরিমাণ জমিতে শীতকালিন পেঁয়াজ আবাদের সরকারী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে । উপজেলার মোহনপুর , কয়ড়া , দুর্গানগর ইউনিয়নের জমিতে পেঁয়াজের আবাদ শুরু হয়েছে । শুক্রবার দুপুরে উল্লাপাড়া হাটে, বেড়া ও কাশিনাথপুর হাট থেকে ক্রয় করে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ পলি পেঁয়াজের চারা বেচতে এনেছেন ।

পেঁয়াজ ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন তিনি পাবনার কাশিনাথপুর এলাকা থেকে কলসনগর জাতের পলি পেঁয়াজের চারা এনে এ হাটে কৃষকদের কাছে প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রয় করছেন । তিন আরেক ব্যবসায়ী স্কীন জাতের পলি পেঁয়াজ বেচতে এনেছেন । উপজেলার চালা গ্রামের কৃষক জাকারিয়া বলেন মাজে মধ্যেই পেঁয়াজের বাজার অস্থিতিশীল ও দাম বৃদ্ধি পাওয়ায় নিজ জমিতেই পেঁয়াজ লাগানোর উদ্যোগ নিয়েছেন । এতে নিজেরও খাওয়া চলবে এবং কম দামে বিক্রিও করা হবে । উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন আগের চেয়ে শীতকালিন পেঁয়াজের আবাদ অনেক বৃদ্ধি পেয়েছে । এতে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে ।

মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ