উল্লাপাড়া

উল্লাপাড়ায় ট্যাংক লরির নিচে চাপা পড়ে অটো ভ্যান চালকের মৃত্যু, সড়ক অবরোধ

উল্লাপাড়া প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংক লরির নিচে চাপা পড়ে অটো ভ্যান চালক মহির উদ্দিন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার বেলা ১ টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা মোড়ে এ সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয । এ সময় গুরুতর আহত হয় ১ ভ্যানযাত্রী । তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । তার অবস্থা আশংকাজনক । নিহত মহির উপজেলার সদর ইউনিয়নের চালা গ্রামের মৃত দিল মোহাম্মদ খোকার ছেলে । 
দুর্ঘটনার পর পরই এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে ৪/৫ টি ট্যাংক লরি ভাংচুর করে । এ সময় রাস্তার দু পার্শ্বে প্রায় শতাধিক গাড়ি দাড়িয়ে যায় । পরে পুলিশ এসে এলাকাবাসীদের সরিয়ে দেয় এবং যানবাহন চলাচলের ব্যবস্থা করেন ।  

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াদুদ হোসেন ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ সময় দুর্ঘটনায় কবলিত তেলের লরি ও অটোভ্যানকে জব্দ করেছে থানা প্রশাসন।


মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১৯/০৫/২০২৪