উল্লাপাড়া

উল্লাপাড়ায় এডিপি প্রকল্প থেকে ২০ পরিবারের কর্মসংস্থান সৃষ্টি

উল্লাপাড়া প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসুচির আওতায় অসহায় দুঃস্থ ও গরিব ৩৮ পরিবারের মাঝে ২০ টি সেলাই মেশিন ও ১৮ টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে । এতে ২০ টি পরিবারের কর্মসংস্থান সৃষ্টি হবে ।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন আয়োজনে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে ২০ জন অসহায় দুঃস্থ ও গরিব নারীদের মাঝে সেলাইমেশিন ও ১৮ জনের মাঝে টিউবওয়েল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

০১/০৬/২০২৩