“ইচ্ছে ছিলো” মোঃ মোহসেনুল মোমেন
“ইচ্ছে ছিলো”
মোঃ মোহসেনুল মোমেন
ইচ্ছে ছিলো, তোমার খোঁপার স্পর্শ নেবো,
দীঘল কালো কেশের মাঝে
বিবশ প্রেমে মন হারাবো,
তোমার প্রেমের কাব্য হবো –
কখন যেন খোঁপার বাঁধন আলগা হলো!
ইচ্ছেটুকু এলোচুলে হারিয়ে গেলো,
ঝড়ের পরে ছন্নছাড়া নীড়ের মতো,
রং হারিয়ে রইলো পড়ে, একলা ঘরে।
ইচ্ছে ছিলো, তোমার চোখের সাগরবেলায় বিলীন হবো,
সবটুকু সাধ এক নিমেষে মিলিয়ে দিয়ে,
ঐ দুচোখের সুনীল তারায় মগ্ন হবো,
হারিয়ে আমায়, তোমার প্রেমে বন্য হবো –
কখন যেন প্লাবন এসে ভাসিয়ে নিলো,
দৃষ্টিসীমা ঝাপসা হলো,
তোমার চোখের মায়াকাজল হারিয়ে গেলো,
সাগর জলে ভাসিয়ে নিলো।
ইচ্ছে ছিলো, ঐ দু ঠোঁটের মায়ায় কভু মগ্ন হবো,
ইচ্ছে ছিলো তোমার দু হাত
আলতো করে আমার হাতে বন্দী হবে,
ইচ্ছে ছিলো, তোমার ও মন,
আমার মনের সঙ্গী হবে,
অনন্তকাল চলবো তোমায় সঙ্গী করে –
তুমিই কেমন বদলে গেলে!
তুমিই কেমন পাল্টে নিলে জগৎটাকে!
আমার যত ইচ্ছেগুলোর জলাঞ্জলি,
একটুখানি দীর্ঘ করে শ্বাস টেনে নেয়,
স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণাতে!
২৯শে সেপ্টেম্বর, ২০১৯ ইং।