উল্লাপাড়া

আড়াই মাস পর অপহৃত যুবক উদ্ধার -সিরাজগঞ্জের উল্লাপাড়ায়

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে অপহরণের দুই মাস ১৬ দিন পর শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবককে শনিবার (৫ মে) বিকেলে টাঙ্গাইল জেলার ময়রা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা।শরিফুল ইসলাম উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের ইঞ্জিল হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ পিবিআই’র উপ-পরিদর্শক বিদ্যুৎ কুমার চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান, গত ১৯ ফেব্রুয়ারি রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন শরীফুল। খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে ৫ মার্চ মা সুফিয়া খাতুন বাদী হয়ে আদালতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন আদালতের বিচারক। দীর্ঘ তদন্ত শেষে শনিবার বিকেলে টাঙ্গাইলের ময়রা এলাকা থেকে শরীফুলকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।