সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজে এন টি আর সি এর নিবন্ধন ছাড়াই প্রভাষক পদে যোগদান

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের এন টি আর সি এর নিবন্ধন বিহীন প্রভাষক পদে সাবরিন জাহান তানিয়ার যোগদান এবং হল সুপার মোঃ সরোয়ার ই আলম কে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতির দাবী জানিয়েছেন উক্ত কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ খোরশেদ আলম।

অভিযোগে জানা যায়, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ খোরশেদ আলম ২০১২ সালে গভঃনিং বডির সিদ্ধান্তে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রতিনিধি এবং ডিজির প্রতিনিধির সন্মুখে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় ১ম স্থান অধিকার করে নিয়োগ প্র্ধসঢ়;াপ্ত হয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। গত ৪-১২-২০১৯ইং তারিখে অনার্স পরীক্ষা চলাকালীন সময়ে প্রভাষক খোরশেদ আলম থাকাবস্থায় পরীক্ষার হলে হই চৈ শুনতে পেয়ে বিষয়টি দেখার জন্য হলে প্রবেশ করেন। পরে সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্র সংসদের সহ ক্রীড়া সম্পাদক রুকুনুজ্জামান এর সাথে তানিয়ার কথাকাটাকাটি হচ্ছে। এ বিষয়টি প্রভাশষক খোরশেদ আলম জানতে চাইলে ছাত্রটি জানান তানিয়া ম্যাডাম ছাত্র কে প্রকৃত আসন থেকে তুলে এনে অন্য বেঞ্চে বসানো বারন করে প্রকৃত স্থানে বসার আসন করার কথা বলেন।্ধসঢ়;এতে খোরশেদ আলম এর উপর প্রভাষক তানিয়া ক্ষিপ্ত হয়ে হল থেকে বের হয়ে যেতে বলেন এবং খারাপ আচরন করেন। এর সুত্র ধরে হল সুপারও প্রভাষক খোরশেদ আলমকে শিক্ষক ও সিনিয়র শিক্ষকদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সাবরিন জাহান তানিয়া অবৈধ ভাবে এন টি আর সি নিবন্ধন না থাকা সত্বেও বিগত গভঃনিং বড়ীর যোগ সাজসে ২০১৭ সালের ডিসোম্বর জাতীয় বিশ্ব বিদ্যালয়কে বৃদ্ধাংগুলি দেখিয়ে কলেজে যোগদান করেন।২০১৬ সালে তারিখ এর পর থেকে কোন বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভনিং বডি শিক্ষক নিয়োগ প্রদান করতে পারবে না। বর্তমান হল সুপার মোঃ সরোয়ার ই আলম ২০১৯ সালের অনার্স ইংরেজি পরীক্ষায় ১৯৮৮ সালের পরীক্ষাকে হার মানিয়েছেন। পরীক্ষার খাতা হল থেকে বের করে অন্য পরীক্ষার্থী দিয়ে খাতায় লিখে সেই খাতা হলে জমা দেন। মোঃ সরওয়ার ই আলম এক জন জঙ্গী শিক্ষক হিসেবে সিনিয়র শিক্ষকদের নিকট সমালোচিত বলে জনশ্রুতি রয়েছে।তিনি জঙ্গী সংগঠনের সাথে জডিত থাকার কারনে তার জন্ম স্থান নিজ বাড়ী এলাকার লোকজনের চাপে বসবাস করতে পরায় শশুরালয়ে ঘর জামাই হিসেবে বসবাস করেন।

উক্ত বিষয়ে সংসদ সদস্য ১৪১ জামালপুর ৪ আসনের তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান এম পি,সভাপতি গভঃনিংবড়ী সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা,শিক্ষা অফিস, সরিষাবাড়ী কে অনুলিপি জমাদিয়েছেন বলে জানা গেছে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.