সবাই যখন হোম কোয়ারেনটাইনে, আমরা তখন গার্মেন্টস টাইমে

করোনা ভাইরাসের কারনে সরকারি বেসরকারি অফিস বন্ধ করা হলেও বন্ধ হচ্ছেনা গামেনস। বাংলাদেশ এর টেক্সটাইল সেক্টর বাদে বাকি সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান দেশের ১৮% অর্থনীতি নিয়ে কাজ করে। আর টেক্সটাইল সেক্টর বাকি ৮২% অর্থনীতি নিয়ে কাজ করে।

কোন সরকার এই সেক্টরের সাথে কখনোই প্রত্যক্ষভাবে জড়িত ছিলনা। বরং প্রতি বছর BKMEA আর BGMEA এর দিকে হা করে তাকিয়ে থাকে আর জিডিপি এর হিসাব করে our govt. is best govt. দাবি করা হয়। আজকে দেশে করোনা ভাইরাস ইস্যুতে সকল অফিস বন্ধ ঘোষণা করা হলেও টেক্সটাইল বন্ধ করা হয়নি। সবাই ঘরে বসে কোয়ারেন্টাইন করবে আর RMG সেক্টরের প্রতিটা শ্রমিক,আই ই, মার্চেন্ডাইজার, ডিজাইনার, ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ডিপার্টমেন্ট হেড এদেশের অর্থনীতির চাকা সচল রাখতে অফিস করছে প্রতিদিন।

এই সেক্টরের মানুষগুলোকে সরকারের মাথায় তুলে রাখা উচিত ছিল কিন্তু এই সেক্টরের একটা মানুষও সরকারের কোন সুযোগ সুবিধা আদৌ ভোগ করেনা। উল্টো প্রতিবছর এই সেক্টরের মানুষগুলোর শিপমেন্ট এর উপর ভিত্তি করে যে জিডিপি বাড়ে সেটা দিয়ে সরকারি আমলারা নিজেদেরকে সেরা দাবি করে। প্রতিটা ফ্যাক্টরীতে ৩ হাজার থেকে ১৫ হাজার মানুষ কর্মরত থাকে। বায়িং হাউজে,ট্রেডিং হাউজে বা থার্ড পার্টি টেস্ট সেন্টারেও মিনিমাম ৫০-২০০ জন এর টিম কাজ করে। এই মানুষগুলো কিন্তু ভোরের আলো ফোটার আগেই অফিসে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু দেশের অর্থনীতি টিকিয়ে রাখার জন্য প্রতিদিন অন টাইমে অফিস থেকে ঘরে ফেরা হয়না। এই সেক্টরের মানুষগুলোর মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর আশংকা সবচেয়ে বেশি।

এখন যদি গার্মেন্টস ফ্যাক্টরী আর বায়িং হাউজের কারো ভেতরে এই ভাইরাস দেখা দেয় সেটা ছড়াতে বেশি সময় লাগবে না। আর একবার এই সেক্টরে ভাইরাস ছড়িয়ে পড়লে পুরো বাংলাদেশ ছড়াতেও বেশি সময় লাগবে না। কারন বিভিন্ন জেলার মানুষ এখানে কাজ করে। অবস্থা ভয়াবহ রুপ ধারণ করলে যে যার গ্রামে ফিরে গেলে প্রতিটা পরিবারেই ছড়িয়ে পড়বে কারন বাংলাদেশে করোনা ভাইরাস এত সহজে কেউ টেস্টও করবেনা আর কে আক্রান্ত হচ্ছে সেটাও কেউ বুঝবেনা। এখনো সময় আছে টেক্সটাইল সেক্টরটা সাময়িকভাবে বন্ধ রাখার জন্য। কারন করোনা ভাইরাসের ইস্যুতে বায়ার যদি এখন শিপমেন্ট বন্ধ রাখতে পারে আমরা কেন কাজ বন্ধ রেখে জীবনের নিরাপত্তার জন্য সাময়িক ছুটি পাবনা? এত হাজার হাজার বিসিএস ক্যাডার বানিয়ে দেশের কি উদ্ধার হয়েছে যেখানে ডাক্তাররা সেইফটি ইকুয়েপমেন্ট পায়না,আইসিইউতে রোগী নেয়না, দেশের নাগরিকদের টেস্ট করার মত কোন উপকরণ থাকেনা ।

এতগুলো সরকারি গবেষণা ইন্সটিটিউট দিয়ে দেশের কি উপকার হয়েছে যেখানে বাইরে থেকে সবকিছু অর্ডার দিয়ে আনা লাগে? যাই হোক মৃত্যু যেভাবে লেখা সেভাবেই সবাই মরবে কিন্তু নিরাপত্তার প্রস্তুতি নেওয়ার মত কোন সুযোগ হয়ত টেক্সটাইল সেক্টরের মানুষগুলো পাবেনা। যখন ফ্যাক্টরীগুলো বন্ধ করা হবে ততদিনে হয়ত বাংলাদেশ মৃত্যুপুরীতে পরিণত হবে। এদেশের সভ্য সমাজ এখনো বুঝে উঠতে পারেনি যে, অর্থনীতির চেয়ে মানুষ এর জীবনের মূল্য অনেক বেশি। দেশের অর্থনীতির ৮২% ভাগ যোগান দেয় অশিক্ষিত ও মূর্খ গার্মেন্টসের মানুষ গুলো আর প্রবাসীরা দেশে আসলে তো মনে হয় যেন কোন কুলি বা সমাজের কোন নিম্নশ্রেণীর মানুষ আসছে কোন দাম নেই । এবার আসি মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কিছু কথা বলতে।

প্রধানমন্ত্রীর ভাষণে ছিল ২৬শে মার্চে কোন অনুষ্ঠান করা যাবেনা, সরকারের উন্নয়নের বর্ণনা, মহাকাশ গবেষণা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল। আমরা সবাই জানি বিগত ১২ বছরে সরকার অনেক উন্নয়ন করেছেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস সম্পর্কে কিছু কথা বলেছেন ।

#সবাই কে ১৪দিন ঘরে থাকতে উৎসাহিত করেছেন #ডাক্তারের উপদেশ মেনে চলতে বলেছেন। #ঘরের বাহিরে অযথা যেতে নিষেধ করেছেন। #করোনা ভাইরাস সম্পর্কে সবাই কে সচেতন হতে বলেছেন #যে যেখানে আছেন সেখানে অবস্থান করতে বলেছেন।

# স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন। # গণপরিবহন চলাচল বন্ধ করেছেন যেন করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে।

# সরকারী -বেসরকারী প্রতিষ্ঠান ১০দিনের বন্ধের ঘোষণা দিয়েছেন।

# গার্মেন্টস শ্রমিকদের জন্য আপদকালীন ৫০০০কোটি টাকার তহবিল তৈরি করবেন। বাংলাদেশের অর্থনীতি শুধুমাত্র টিকে আছে প্রবাসীদের শ্রমশক্তি এবং প্রায় ৪৪ লক্ষ্য গার্মেন্টস কর্মীদের শ্রমশক্তির বিনিময়ে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই গার্মেন্টসের কর্মীদের জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে একটি কথাও বলেন নি।

বাংলাদেশে গার্মেন্টস শিল্প কারখানা টিকে আছে শুধুমাত্র সস্তা শ্রমের উপর ভর দিয়ে। আপনার এই অর্ধ-শিক্ষিত , মূর্খ গার্মেন্টসের শ্রমিক গুলো যদি করোনা ভাইরাসের ভয়াল ছোবলে তছনছ হয়ে যায় তবে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু হতে ৬মাস লাগবে। আপনি আপনার সরকারী কর্মকর্তাদের কথা ভাবলেন কিন্তু আমার অর্ধ শিক্ষিত ভাই বোনের কথা চিন্তা করলেন না তাদের কে আপনি ১০দিনের ছুটি দিতে পারতেন। সবাই ১৪ দিন হোম কোয়ারেন্টানে থাকবে আর গার্মেন্টসের শ্রমিক করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখবে। ভেবেছিলাম আপনি পুরো বাংলাদেশ লকডাউন এর ঘোষণা দিবেন যেখানে সারা বিশ্বের বেশির ভাগ দেশ লক ডাউন এর ঘোষণা দিয়েছে। আমি হতবাক এবং হতাশ। ঝুঁকিপূর্ণ বাংলাদেশ। করোনা ভাইরাস মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি ভেবে দেখবেন ।

ধন্যবাদান্তে একজন সামান্য পোশাক শ্রমিক
আবির হোসাইন শাহিন

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.