ট্রেন ও সড়ক যোগাযোগে পিছিয়ে উল্লাহপাড়ার ৭ লাখ মানুষ

আবির হোসাইন শাহিন :

উল্লাপাড়ার ৭ লাখ মানুষ কোচ ও রেল পথে অবহেলিত ও জিম্মি। মাননীয় রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এর হস্তক্ষেপ কামনা সিরাজগন্জএক্সপ্রেস” ট্রেন কি সমগ্র সিরাজগন্জের স্বার্থ রক্ষা করছে? সিরাজগন্জ জেলার সর্ব বৃহৎ উপজেলা উল্লাপাড়া ও শাহজাদপুর সহ অধিকাংশ উপজেলা যোগাযোগ ব্যবস্হায় অবহেলার শিকার? উল্লাপাড়া, শাহজাদপুর ও রায়গন্জ বাসীরা ট্রেনপথে যাতায়াতে মাধ্যম হিসেবে ব্যবহার করে উল্লাপাড়া রেল ষ্টেশন কে। এই ষ্টেশনের উপর দিয়ে প্রতিদিন ১৪ টি ট্রেন ২৮ বার আসা যাওয়া করলেও ৬ টি আন্তঃনগর সহ ৮ ট্রেন নির্দিস্ট সিট বরাদ্দকৃত যাত্রীরা যাতায়াত করার সুযোগ পায়। যা প্রয়োজনের তুলনায় যৎ সামান্য। অপরদিকে ঢাকা- কলিকাতা ট্রেন সহ ৬ টি ট্রেনের উল্লাপাড়া ষ্টশনে কোন স্টপেজ নেই। ৮ টি ট্রেন ১৬ বার যাওয়া- আসা করতে উল্লাপাড়া ষ্টেশনে থামে। ঈশ্বরদী – সিরাজগন্জ রেল পথে উল্লাপাড়া ষ্টেশন রাজস্ব আয়ে অন্যতম ভূমিকার জন্য স্বীকৃত।

ঢাকাগামী সিরাজগন্জ এক্সপ্রেস ট্রেন নামে সিরাজগন্জ হলেও দু’টি উপজেলার যাত্রীরাই কেবল যাতায়াতের সুযোগ সুবিধা ভোগ করছে। অন্যান্য উপজেলা সিরাজগন্জ এক্সপ্রেস ট্রেনের সুবিধা থেকে বন্চিত। যাত্রী স্বল্পতায় এই ট্রেন সিরাজগন্জের বাইরেও ৪/৫ টি ষ্টেশনে যাত্রা বিরতি ও সেই সকল ষ্টশন এলাকার বৃহৎ সংখ্যক যাত্রীরা সুযোগ পাচ্ছে। ষ্টেশনগুলো হলো বঙ্গবন্ধু সেতুর পূর্বষ্টেশন, টাঙ্গাইল ষ্টেশন, জয়দেবপুর ষ্টেশন, বিমান বন্দর ষ্টশন। এই ষ্টেশন গুলোর জন্য প্রায় সাড়ে ৪ শ’ টিকিট বরাদ্দ রয়েছে। অথচ সিরাজগন্জ জেলার সর্ব বৃহৎ উপজেলা উল্লাপাড়া- শাহজাদপুরের নাগরিকরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ঢাকা গামী সিরাজগন্জ এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭ টায় সিরাজগন্জ থেকে ছেড়ে এসে জামতৈল ষ্টেশন হয়ে ঢাকা যাত্রা শুরু করে। উক্ত ট্রেনটি জামতৈলের পরিবর্তে উল্লাপাড়া ষ্টেশন হয়ে ঢাকা যেত তাহলে উল্লাপাড়া, শাহজাদপুর ও রায়গন্জ- তাড়াশের বৃহৎ জনগোষ্ঠী উপকৃত হতো। প্রয়োজনে যাত্রীর চাহিদা বিবেচনা করে ট্রেনটিতে বগী সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। বর্তমানে সিরাজগন্জ এক্সপ্রেসে ১২ টি বগীর মধ্যে ১১ টি বগীতে ৯৬৬ সিট রয়েছে। বগী গুলোর মধ্যে একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেনীর কেবিন , শোভন চেয়ার বগীর সংখ্যা ৮ টিতে সিট ৭ শ’ ৮৩ টি, স্নিগ্ধা নামে এসি চেয়ার ১ টি, পাওয়ার কার ২ টি। সিরাজগন্জ থেকে শোভন চেয়ারে ভাড়া, ২ শ’৪০ টাকা, এসি চেয়ার ৪ শ’৫২ টাকা ও কেবিন ৫ শ’৩৫ টাকা।

সিরাজগন্জ স্বার্থ রক্ষা কমিটির দাবীতে ২০১৩ সালের ২৭ শে জুন ঈশ্বরদী থেকে সিরাজগন্জ বাজার হয়ে জামতৈল হয়ে ঢাকার মধ্যে চলাচল করতো সিরাজগন্জ এক্সপ্রেস নামে ট্রেনটি। লোকসান গুনতে গুনতে এক সময় ট্রেনটি বন্ধ হবার উপক্রম হয়েছিল। পরবর্তিতে ২০১৫ সালের ১৩ ডিসেম্বর ট্রেনটির রুট ও সময় পরিবর্তন হয়ে সিরাজগন্জ বাজার ষ্টেশন থেকে জামতৈল হয়ে ঢাকার কমলাপুর ষ্টেশনে যাত্রা শুরু হয়। ২০১৭ সালে আসন সংখ্যা ও বগীর সংখ্যা কমানো হয়েছিল। বগী করা হয়েছিল ৮ টি ও আসন দেয়া হয়েছিল ৮ শ’৪০ টি। ট্রেনটির যাত্রা বিরতি দেয়া হয় ৬ টি ষ্টেশনে। ষ্টেশনগুলো হলো জামতৈল, শহীদ মনসুর আলী ষ্টেশন, বঙ্গবন্ধু সেতুর পূর্ব, টাঙ্গাইল, জয়দেবপুর ও বিমান বন্দর ষ্টেশন। পরবর্তীতে বগী সংখ্যা ও আসন বাড়ানো হয়।

সিরাজগন্জ জেলার সর্ববৃহৎ উপজেলা উল্লাপাড়া থেকে সড়ক পথে ঢাকার মধ্যে চলাচলে কোন উল্লাপাড়া হতে ঢাকার মধ্যে কোচ সার্ভিস না থাকায় পাবনার বিভিন্ন কোচ ও শাহজাদপুর ট্রাভেল্স এর মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে উল্লাপাড়া সহ এ অঞ্চলের যাত্রীরা। প্রতিটা কোচে উল্লাপাড়ার জন্য আসন সংখ্যা সীমিত। তারপরও ভাড়া গুনতে হয় পাবনার যাত্রীদের সমান । উল্লাপাড়া, শাহজাদপুর যাত্রীদের ভাড়া গুনতে হয় পাবনার। প্রায় ৬০/৭০ কিলোমিটার পথের ভাড়া আদায়ে বৈসম্য ও জিম্মি করা হয় এই অঞ্চলের যাত্রীদের কে। এরপরও ইচ্ছামত যখন তখন ভাড়া বাড়ানো নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ব্যবসা প্রধান উল্লাপাড়ার ব্যবসায়ীদের প্রতিদিন ঢাকায় যেতে বিড়ম্বনায় পড়তে হয়। দু’ ঈদে আগের ১০ দিন ও পরের ১৫ দিন ভাড়া ইচ্ছামতো বাড়ানো হয় দ্বিগুন থেকে তিন গুন। উত্তরবঙ্গের ১৬ জেলার ও যশোর- খুলনা রুটের প্রবেশদ্বার উল্লাপাড়া সড়ক ও রেল পথে অবহেলার স্বীকার। ঢাকা- কলিকাতা বাদেও ৫ টি আন্তঃনগর ট্রেন উল্লাপাড়ায় যাত্রা বিরতি না দেয়ায় বিড়ম্বনার মধ্যে পড়ছে রেল যাত্রীরা। দিন দিন রেল যোগাযোগ ব্যবস্হায় জনপ্রিয়তা ও যাত্রীদের পছন্দের প্রধান বাহন হয়ে দাঁড়িয়েছে।

উল্লাপাড়ার ৬/৭ লাখ মানুষেরা যোগাযোগে রেল পথে ও সড়ক পথে অবহেলিত ও জিম্মি হয়ে পড়ায় উল্লাপাড়াবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিয়োজিত মাননীয় রাজনৈতিক উপদেষ্টা উল্লাপাড়ার গর্ব এইচ টি ইমাম মহোদয় ও তার সুযোগ্য সন্তান সিরাজগন্জ-৪ উল্লাপাড়া নির্বাচনী এলাকার দু’ বারের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর হস্তক্ষেপ ও কার্যকরী ব্যবস্হা গ্রহনের জন্য জোর দাবী জানিয়েছে। উল্লেখ্য, ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী উল্লাপাড়া উপজেলার আয়তান ৪১৪.৪৩ বর্গ কিলোমিটার, জন সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ১ শ’ ৫৬ জন, পৌর সভা সহ ইউনিয়ন সংখ্যা ১৫ টি, গ্রাম সংখ্যা ৪ শ’ ৭, থানার সংখ্যা ৩ টি, উল্লাপাড়া, সলঙ্গা ও রোড হাই ওয়ে থানা।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.