৭১’র মত লড়াই করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। – সিরাজগঞ্জে বিএনপি’র স্থায়ীকমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমি রাজনীতিতে জীবন দিতে রাজি আছি,কেননা জীবনবাজী রেখে এদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি, কাজেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে প্রয়োজনে তাকে মুক্ত করতে ৭১’র মতো লড়াই করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

এবং রনাঙ্গনের সৈনিক হিসেবে রাজপথে যুদ্ধ করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। সেদিন বেশি দুরে নয়,সারা বাংলাদেশের মানুষ আন্দোলন করে গণতন্ত্রের নেত্রীকে মুক্ত করে আনবে ইনশাল্লাহ্ ।

 

আঃলীগ জিয়াউর রহমানের নাম নিতে এখন লজ্জা পায়,তারা গণতন্ত্রের ওয়াদা দিয়ে বাকশাল কায়েম করেছিল অথচ জিয়াই এদেশে গণতান্ত্রিক সরকার উপহার দিয়েছিলেন। কৃষি বিপ্লব ঘটিয়েছেন,গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করেছেন। যার কারণে দেশ এগিয়ে গেছে। তারা উন্নয়নের কথা বলে জনগণকে শোষন করছে, দেশের মানুষের অবস্থা খুব খারাপ, বাজারে গিয়ে দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে মধ্যবিত্তরা দিশেহারা হয়ে পরেছে। তারা গণতন্ত্রকে ভয় পায় বলেই দিনের ভোট রাতে ডাকাতি করে নিয়েছে। এ সরকার ফ্যাসিবাদী সরকার,এ অবৈধ সরকারের দিন শেষ হয়ে গেছে। বাংলার জনগণ এ সরকারকে টেনে হেঁচড়ে নামিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ।

 

তিনি গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সম্পাদক অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু,তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ন ইসলাম খান,সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম,ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন,কেন্দ্রীয় যুব দলের যুগ্ন-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মিলন,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাজিদ হাসান বাবু ।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী,গাজী আজিজুর রহমান দুলাল,আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস,খ.ম রকিবুল হাসান রতন, যুগ্ন সাধারন সম্পাদক সাবেক ভিপি শামীম খান,নুর কায়েম সবুজ,রাশেদুল হাসান রঞ্জন,সাংগঠনিক সম্পাদক আবু সুইদ সুইট,মির্জা মোস্তফা জামান ও আলমগীর আলম প্রমুখ । এ সময় ইসলামিয়া সরকারি কলেজে মাঠে হাজার হাজার বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা জন্য শ্লোগান শ্লোগান মুখরিত করে। জানা যায়, সমাবেশ শেষে পুলিশে টিয়ারশেল নিক্ষেপ করলে উপস্থিত বিএনপির নেতাকর্মী ও সর্মথকদের অনেককে দিকবিদিক ছুটাছুটি করেন।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.