১৮ই মার্চ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মােহন সাহেবের ১৪তম মৃত্যুবার্ষিকী
মোঃ ইউনুস আলী মিঠু :
আজ ১৮ই মার্চ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড . সাজ্জাদ হায়দার লিটন সাহেবের বাবা বীর মুক্তিযোদ্ধা, আব্দুল মতিন মােহন সাহেবের ১৪তম মৃত্যুবার্ষিকী । তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বরত বিভিন্ন পদে ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ – সভাপতি , শাহজাদপুর বণিক সমিতির সভাপতি , বাংলাদেশ মিল্কভিটার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন । মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল , কবর জিয়ারত এবং আব্দুল মতিন মােহন স্মৃতি সংসদ কর্তৃক স্মরণসভার আয়ােজন করা হয়েছে। মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।