১হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আবির হোসাইন শাহিন :
সিরাজগঞ্জের শাহজাদপুরে ১হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। জানাগেছে, শুক্রবার রাতে শাহজাদপুর থানার ওসি তদন্ত রাকিবুল হুদা,এস আই সামিইল ইসলাম, এসআই আফজাল হোসেন উপজেলার পোতাজিয়া ইউনিয়নের শাকতোলা গ্রামে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী উপজেলার বেড়া সাহাপাড়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে মাদক ব্যাবসায়ী আব্দুল করিম(৪২)কে ৭‘শ’ পিস ইয়াবাসহ, বেড়া নতুনপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে মাদক ব্যাবসায়ী ফিরোজ আহম্মেদ দেলোয়ার(৩৮) কে ২‘শ’ পিস ইয়াবাসহ এবং শাহজাদপুর উপজেলার শাকতোলা গ্রামের আব্দুল প্রাং এর ছেলে মাদক ব্যাবসায়ী সাইদুল ইসলাম(২৫)কে ১‘শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আরো জানা যায় শাকতোলা গ্রামের আনোয়ার হোসেনের বাড়ীতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে তারা গোপনে এ মাদক ব্যবসা চালিয়ে আসছিল । এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।