হাটিকুমরুল মহাসড়কে অবৈধ যাহবাহন চলছেই
তাড়াশ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
উচ্চ আদালতের রায়, মন্ত্রণালয়ের নির্দেশ কিছুই কাজে আসছে না। সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-মহিষলুটি মহাসড়কে দ্রুতগতির বিভিন্ন যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে অবৈধ যানবাহন। ঘটাচ্ছে দুর্ঘটনা। বছর বছর হাজারো প্রাণ ঝরালেও এসব যানবাহন চলাচল বন্ধ হচ্ছে না। আদালতের রায় কিংবা মন্ত্রণালয়ের নির্দেশের পর পুলিশ কিছুদিন অভিযান চালায়, তারপর এক সময় সে অভিযান স্তিমিত হয়ে পড়ে। ফের চলতে শুরু করে অবৈধ শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি, নছিমন-করিমন, ট্রাক্টর, ব্যাটারিচালিত অটোরিকশা। কোনভাবেই মহাসড়কে এ অনিয়ম থামানো যাচ্ছে না। অনিয়ন্ত্রিত এসব যানবাহনই দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করে সাধারণ মানুষ। পাশাপাশি মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা করায় চরম দুর্ভোগ পড়তে হয় চলাচলকারী সবাইকে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের গোলচত্বর থেকে কাছিকাটা টোল প্লাজা পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় ভটভটি, নছিমন-করিমন, অটোরিকশা, ট্রাক্টরসহ প্রতিদিন অন্তত ১ হাজার অবৈধ যানবাহন চলাচল করছে। এক পরিবহণ শ্রমিক বলেন, এদের কোন ধরনের রোড পারমিট নাই। তবুও প্রতিনিয়ত চলছে। আমরা একাধিকাবার বলেছি অবৈধ গাড়ি হাইওয়ে থেকে নিরসন করার জন্য। কিন্তু প্রশাসনের কোন পদক্ষেপ আজ পর্যন্ত আমরা সক্রিয়ভাবে পাইনি।
শুক্রবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটিতে দেখা যায় অবৈধভাবে চলাচল করেছে এসব যানবাহন। মহিষলুটি ষ্ট্যান্ডের চেইনমাষ্টার রিয়াজ উদ্দিন প্রতিটি অবৈধ যানবাহন থেকে চাঁদা তুলছে। তিনি জানান, সব কিছু ম্যানেজ করেই টাকা তুলি। এ টাকা থেকে থানা পুলিশকে নির্দিষ্ট হারে মাসিক টাকা দিতে হয়।তবে এমন অভিযোগ অস্বীকার করে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন,নিজের সুবিধার জন্য এগুলো কথা বলে তারা। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, আমরা যখন আসছি তখন থাকছে না। যতটুকু পারছি ধরছি। আমরা চলে যাওয়ার পরে আবার রাস্তায় চলছে। এটা সম্মিলিতভাবে চেষ্টা না করলে নির্মূল করা সম্ভব হচ্ছে না।