হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে প্রাণ গেল ৪ জনের আহত ১৫
আবির হোসাইন শাহীন ,নিজস্ব প্রতিবেদক:
ইফতারির কিছুক্ষণ পর হঠাৎ রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে গেলো কালবৈশাখী ঝড়। এতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্যান্ডেল ভেঙে একজন এবং বাড্ডায় দেয়াল ধসে মারা গেছেন অন্তত তিনজন। এছাড়া ঝড়ের তাণ্ডবে আহত হয়েছে বেশ কয়েকজন।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে বিমানবন্দর এলাকায় এ ঝড়ের সর্বোচ্চ বাতাসের গতিবেগ উঠেছিল ঘণ্টায় ৯৩ কিলোমিটার। আগারগাঁওয়ে ৬৫ কিলোমিটার বেগে এ ঝড় বয়ে যায়। দেশের অন্যান্য স্থানেও এ ঝড় বয়ে গেছে। রংপুরে এ ঝড়ের গতি ছিল ৬৭, বগুড়ায় ৬৫ ও রাজশাহীতে ৫২ কিলোমিটার। দমকা বাতাস ও ঝড়ো বৃষ্টির কবলে পড়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের পশ্চিমপাশে মুসল্লিদের নামাজের অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়ে সফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। এছাড়া মধ্যবাড্ডায় প্রাণ সেন্টারের পাশে একটি দেয়াল ধসে তিনজন আহত হন। এর মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও একজনকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। তবে তিনজনই মারা গেছেন বলে জানা গেছে।