সারাদেশ

স্বরুপে ফিরছে চিরচেনা ব্যস্ত শহর

ইমরান হোসেন আপন ঃ

স্বরুপে ফিরছে চিরচেনা ব্যস্ত শহর নারায়ণগঞ্জ, ঈদুল ফিতরের টানা ছুটি শেষে অনেকটা ঢিমেতালে কর্মব্যস্ততা শুরু হয়েছে নারায়ণগঞ্জে। তবে ঈদের সপ্তম দিন সকাল থেকেই সড়ক ও নৌ পথে ছুটিতে থাকা নগরবাসী নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। এছাড়া নাড়ির টানে গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটানো মানুষজনও ছুটি শেষে নারায়ণগঞ্জে ফিরতে শুরু করেছে। এতে করে বাস, ট্রেন ও লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে শহর তার চিরচেনা ব্যস্ততার রুপ ফিরে পেয়েছে। ফাঁকা শহর ফের ব্যস্ত নগরীতে পরিণত হয়েছে।জানাগেছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে শহর ছেড়ে গ্রামের বাড়িতে পাড়ি জমায় নারায়ণগঞ্জবাসী। ঈদের পঞ্চম ও ষষ্ঠ দিন থেকে অনেকে শহরের উদ্দেশ্যে পাড়ি জমালেও সপ্তম দিন ১২ জুন বুধবার থেকে গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটানো নারায়ণগঞ্জবাসী তাদের চিরচেনা শহরে ফিরতে শুরু করেছে। কেউ কর্মক্ষেত্রে যোগদানের জন্য আবার কেউ শহরের জীবন যাপনের তাগিদে নারায়ণগঞ্জে ফিরে আসছে।১২ জুন বুধবার থেকে শহরের বিপনী বিতাণ থেকে শুরু করে ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলো পূর্ণ উদ্যোমে শুরু হয়েছে। যেকারণে ঈদে ছুটি কাটানো মানুষজন এ দিন সকাল থেকেই যার যার নিজ নিজ কর্মস্থালে যোগদান করেন। এছাড়া ফুটপাতে হকারের সেই স্বাভাবিক সংখ্যাও দৃশ্যমান হচ্ছে। সব মিলিয়ে ব্যস্ততার কারণে সড়কে যানজট না থাকলেও ব্যস্ততার প্রভাবে সরবতা লক্ষ্য করা গেছে।