স্বপ্ন নয়,কাজের মাধ্যমে দেখাতে চাই -স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
প্রধান মন্ত্রীর অঙ্গীকার গ্রাম হবে শহর, এ চিন্তা চেতনা মাথায় নিয়ে আমাকে গুরুক্বপূর্ন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী করেছেন,তার এ ঋন কখনই পরিশোধ করতে পারবো না,তবে কাজের মাধ্যমে প্রমান করতে চাই,আর স্বপ্ন নয়,স্বপ্ন পূরন করে দেখাতে চাই, পিছিয়ে পড়া সরিষাবাড়ীর উন্নয়নে নির্বাচনী প্রতিশ্র“তি বাস্তকবায়নের লক্ষে আগামী কয়েক মাসের মধ্যেই সরকারী ও বে সরকারী ৪টি আন্তনগর ট্রেন আগামী জুন থেকে চালু করা, সরিষাবাড়ীর ৫০ শষ্যা হাসপাতালটি ১শ শয্যায় উন্নিত
করা,নাসিং ইন্সটিাটউট,ডায়াবেটিস হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন, জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় একটি ২০ শয্যা বিশিষ্ট হাসাপাতাল স্থাপন, বেকার সমস্যা দূরীকরনে ইউপি জেড নির্মান, সরিষাবাড়ী রেল ষ্ট্রেশনকে আধুনিকায়ন সাথে ওভার ব্রীজ নির্মান,ও ট্রমা সেন্টার স্থাপন,করা সহ যোগাযোগের ক্ষেত্রে সরিষাবাড়ীর প্রত্যকটি কাচা রাস্তা পাকারন,ব্রীজ কালভার্ট নির্মান সহ সরিষাবাড়ী জনসাধারনের সবধরনের সুবিধার জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরুর কথা উল্লেখ করে আরো বলেন-সরিষাবাড়ী অনার্স কলেজটি সরকারী করন ও আধুনিকায়ন করা এটা আমার প্রতিশ্র“তি। কলেজটি সরকারী না হওয়া পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখার ঘোষনা দেন।
জামালপুরের সরিষাবাড়ী অনার্স কলেজ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গতকাল শনিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এসব কথা বলেন। সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান ডিপটি’র সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা,সাধারন সম্পাদক তেজগাও কলেজের উপাধ্যক্ষ হারুন অর রশিদ,উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন,কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠান পরিচালনা করেন-পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান।