স্কুলছাত্রের মরদেহ উদ্ধার-সিরাজগঞ্জে
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রাম থেকে আনারুল ইসলাম (১১) নামে এক স্কুলছাত্রের ১০ মার্চ (শনিবার) রাতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনারুল ইসলাম একডালা গ্রামের মেনহাজ আলীর ছেলে। সে স্থানীয় ভেন্নাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো।
শনিবার রাতে বাড়ির পাশে ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য মায়ের কাছে টাকা চায় আনারুল। মা টাকা না দিয়ে তাকে বকাঝকা করে। এতে সে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে পরিত্যক্ত একটি ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।